নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত শুত্রবার গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরির গান, দেশাত্মবোধক, লোকজন নৃত্য, দেশাত্ববোধক কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর পরিচালক অলিউল হক ডলারের সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর উপদেষ্টা নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবু তাহের খোকন।
বিশেষ অতিথি ছিলেন নাট্যকার, অভিনেতা, শিল্পী গিয়াসউদ্দিন, গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর সহসভাপতি এনামুল হক মাস্টার, প্রশিক্ষক আজিজুর রহমান আজাদ।
এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নাচোল গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর মহান বিজয় দিবস উদযাপন
ডিসেম্বর ২৭
০৫:৩৯
২০২০