
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২১তম চ্যাম্পিয়নস কাপ ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় টিকাপাড়া ঈদগাহ ময়দানে এ খেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুর হুদা রানা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী। তরুণ সংঘ টিকাপাড়ার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।