স্টাফ রিপোর্টার : ফুদকিপাড়া ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মুন্নুজান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তৃতীয় বারের মতো সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-০১ শরিফুল ইসলাম বাবু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্নেয়াজ সরকার সেডু, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ-সভাপতি বাদশা, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম। এছাড়াও ফুদকিপাড়া ইয়াংস্টার ক্লাবের প্রিয়ন্ত ও আশিক প্রমুখ।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে লিমন একাদশ ৯১ রান টার্গেট দেয় সাবু স্মৃতি সংঘকে। জবাবে ব্যাট করতে নেমে সাবু স্মৃতি সংঘ শেষ ওভারে ৭ উইকেট হাতে রেখে ৯১ রান তুলে নেয়।
সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী
ডিসেম্বর ২৬
০৬:৪৯
২০২০