স্টাফ রিপোর্টার: জাতীয় তরুণ সংঘ রাজশাহী মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর কবির। কমিটি গঠনের রাজশাহীতে জাতীয় তরুণ সংঘের রাজশাহী মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর টিকাপাড়াস্থ জাতীয় তরুণ সংঘ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক যুব ও সমাজ কল্যাণ প্রতিষ্ঠান জাতীয় তরুণ সংঘের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ ফজলুল হক। মহানগরীর বিভিন্ন বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবলুর মতিন, শিক্ষক মিরজাউল হক। উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের বিভিন্ন ওয়ার্ডের অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আলমগীর কবিরকে জাতীয় তরুণ সংঘের মহানগর কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
জাতীয় তরুণ সংঘের রাজশাহী মহানগর সভাপতি আলমগীর
ডিসেম্বর ২৬
০৬:৪৯
২০২০