
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক দৈনিক সানশাইন প্রতিনিধি সংবাদদাতা, লালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক পদ্মাপ্রবাহ সম্পাদক মোজাম্মেল হকের পিতা নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী কলিম উদ্দিন বার্ধক্যজনিত কারেণ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। (ইন্নালিল্লাহি.. রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল ৩ লালপুর উপজেলার বৈদ্যনাথপুর মহল্লায় নিজ বাসভবন জনিত তিনি ইন্তেকাল করেন। রাত ৮ টায় জানাজা শেষে সামাজিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীর, ৪ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন লালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।