
ত্রীড়া প্রতিবেদক
মাদ্রাসা ময়দান মাঠে রাজশাহী সরকারি মাদ্রাসার সাবেক ছাত্রদের নিয়ে প্রথমবার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার । এ উপলক্ষ্যে সরকারি মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন ও স্কুল ক্রিকেট খেলেছেন তাদের নিয়ে দুটি ক্রিকেট টিম করা হয় । এ সময় সাগর একাদশ বনাম রনি একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে সাগর একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৩২ রানে সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রনি একাদশ ৪ ওভার তিন বলে ৩২ রান টপকে যায়। রনি একাদশের তাসলিম ১৮ রান করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সানশাইন/শাহ্জাদা