
স্টাফ রিপোর্টার : কাঁটাখালী পৌরসভা মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু সামা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। আবু সামা বাখরাবাজ গ্রামের আলহাজ মহসীন আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিনি সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এর উপস্থিতিতে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং তার কর্মীবাহিনীদের নৌকার পক্ষে কাজ করার পরামর্শ দেন।
মনোনয়ন প্রত্যাহারের সময় তিনি বলেন, ‘আমি একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগ কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব মোঃ আব্বাস আলীকে সমর্থন করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এর উপস্থিতি ও তাদের পরামর্শক্রমে আমার সকল কর্মীবাহিনীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’।