
স্টাফ রিপোর্টার, বাগমারা: দ্বিতীয় ধাপে ২০২১ সালের ১৬ জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল।
বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মালেক মন্ডল দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ভবানীগঞ্জ গোডাউন মোড়, ব্র্যাক মোড়, ভবানীগঞ্জ বাজার, কলেজ মোড়সহ বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে মোড়ে গণসংযোগ করেন ও সাধারণ ভোটারের সাথে কুশল বিনিময় করে আসন্ন ভবানীগঞ্জ পৌর নির্বাচনে তার নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি ভোটরদের উদ্দেশ্যে বলেন, বিগত পাঁচ বছরে আমি এ পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছি। বাজারের রাস্তা পাকাকরণ ও প্রশস্থকরন, ড্রেন নির্মাণ, গোড়াউন মোড় প্রশস্থকরণ, বাজারে সোলার বিদ্যুত, হাটের সেড নির্মাণ, পাবালিক ট্রয়লেট নির্মাণসহ পৌর ভবন ও পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিতকরণসহ গোটা পৌরসভায় প্রায় তিরিশ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ করেছি এবং আরো তিরিশ কোটি টাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা আমাকে আবারো ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি এ পৌরবাসীর জন্য আধুনিক মানের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই।