Daily Sunshine

পাকিস্তানকে ভয় পাচ্ছেন সাউদি

Share

স্পোর্টস ডেস্ক: সহজ ফরম্যাট টি-টোয়েন্টিতে এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে পাকিস্তান। টেস্ট তো আরও কঠিন ফরমেট। এই ফরমেটে নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে লড়তে পারবে পাকিস্তান? কিউইদের যে বোলিং আক্রমণ, সফরকারি যে কোনো দলের জন্যই তো তা ভয়ের কারণ।
তবে কিউই বোলিংয়ের অন্যতম কার্যকর অস্ত্র টিম সাউদি বলছেন উল্টো কথা। পাকিস্তানকে বরং সমীহ করছেন তিনি। কিউই গতিতারকার ধারণা, পাকিস্তানের যে বোলিং আক্রমণ আছে তাতে তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে।
মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে বক্সিং ডেতে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জিতেছে কিউইরা। পাকিস্তানের জন্য যেটা দুশ্চিন্তার কারণ হতে পারে।
তবে টিম সাউদি প্রতিপক্ষ দলকে সমীহ করে বললেন, ‘আমার মনে হয়, পাকিস্তান খুব ভালোমানের দল। তাদের দুর্দান্ত একটি বোলিং আক্রমণ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন ছিল, পাকিস্তানের বিপক্ষে লড়াইটা একদমই আলাদা ধরনের হবে।’ সিরিজ শুরুর আগেই পাকিস্তান হারিয়েছে তাদের নিয়মিত অধিনায়ক ও দলের ব্যাটিং স্তম্ভ বাবর আজমকে। চোটের কারণে টেস্ট শুরুর ঠিক আগে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার শাদাব খানও।
তবে এতে পাকিস্তান দল দুর্বল হয়ে গেছে, মানতে নারাজ সাউদি। তিনি বলেন, ‘তারা চোটের কারণে প্রথম টেস্টে দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না। তবে আমি নিশ্চিত, যারা সুযোগ পাবে তারাও ভালো করবে। এটা নতুন এক চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ দল চলে গেছে, পাকিস্তান দলের বিপক্ষে আমাদের নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

ডিসেম্বর ২৫
০৬:৪৩ ২০২০

আরও খবর

বিশেষ সংবাদ

পাথর কুড়িয়ে চলে সংসার

পাথর কুড়িয়ে চলে সংসার

স্টাফ রিপোর্টার, রাবি : ভোর ছয়টা। মাঘের কনকনে শীত। কুয়াশার চাদরে আবৃত চারপাশ। রোদ নেই, উল্টো মৃদু বাতাস বইছে। বাংলাবান্ধা ইউনিয়ন সংলগ্ন জিরো পয়েন্ট স্থলবন্দরের পাশে মহানন্দা নদীতে নিজেদের কাজে ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। নদীর স্বচ্ছ জলে তারা সকলেই পাথর কুড়োচ্ছেন। হিমালয় থেকে উদ্ভূত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত