রংপুর প্রতিনিধি: বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও নবনির্বাচিত রংপুর জেলা কমিটির সদস্যবৃন্দেরা রংপুর জেলা প্রশাসক আসিব আহসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রংপুর জেলার পঞ্চাশটি পাঠাগারের উদ্যোক্তারা প্রশাসকের সাথে পাঠাগার উন্নয়নে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। বিষয়গুলো উপস্থাপন করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসিম আহমেদ (সনু)।
রংপুর জেলা সরকারি গ্রন্থাগারের নিবন্ধনকৃত গ্রন্থাগার সমূহের নাম এবং ঠিকানা জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি রেজাউল করিম রেজা।
এসময় পরিষদের সহ-সভাপতি রশিদুস সুলতান বাবলু, সম্পাদক নাজমুল করিম ডলার, কোষাধ্যক্ষ কবি মওদুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছড়াকার শ্যামলী বিনতে আমজাদ, দপ্তর সম্পাদক তুহিন মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাজাদী ইয়াসমিন কেয়া, সমাজকল্যাণ সম্পাদক মাজেদা বেগম পিংকী, কার্যনির্বাহী সদস্য রাজিয়া বেগম উপস্থিত ছিলেন।
রংপুরে গণগ্রন্থাগার পরিষদ নেতাকর্মীদের সাথে ডিসি’র মতবিনিময়
ডিসেম্বর ২৫
০৬:৩৯
২০২০