ভোলাহাট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোলাহাট উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে কলেজমোড় একতা মার্কেট ৩য় তলায় স্বেচ্ছাসেবক দল ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবকদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামান হোসেন তালুকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুসরাত ইলাহী রেজভী।
বিষেশ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সিরাজুল সালেকিন লিমন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, সহ-সাধারণ সম্পাদক ইফতেষারুজ্জামান শিমুল, সহ-সাধারণ সম্পাদক ইফতেষার সেলিম অগ্নি, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন রিমন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহাতাব উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোরুল ইসলাম, মহিলা নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখাসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মিজানুর রহমান মিজু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলাহাট উপজেলা নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলাহাটে স্বেচ্ছোসবেক দলের কর্মী সভা অনুষ্ঠতি
ডিসেম্বর ২৫
০৬:৩৮
২০২০