গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা ও ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় গোদাগাড়ী উপজেলা চত্বরে ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ৪৩৬ জন মুক্তিযোদ্ধা ও ৬১১ জন মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার জানে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা অশোক কুমারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা ও ইমামদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডিসেম্বর ২৫
০৬:৩৮
২০২০