Daily Sunshine

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫২

Share

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় মোট ৫২ জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। আর ৪৩ জন সুস্থ হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে জেলায় একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
আর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জন। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৮২৩ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১০১ জন। বুধবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৫ জন, চাঁপাইনবাগঞ্জ তিনজন, নওগাঁ ৮ জন, নাটোরে তিনজন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়াতে ১৩ জন, সিরাজগঞ্জে ৯ জন, পাবনায় মোট ৬ জন শনাক্ত হয়েছে।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ৪৭৪ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৭৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮১৪ জন, নওগাঁয় ১ হাজার ৫০৫ জন, নাটোরে ১ হাজার ১৭২জন, জয়পুরহাটে ১ হাজার ২৭০ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৫২৪ জন ও পাবনায় ১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৬৪ জন।
এর মধ্যে রাজশাহীতে ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ২২২ জন, সিরাজগঞ্জে ১৭ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ৮২৩ জন করোনা আক্রান্ত রোগী।
এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ৪০৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৪১৪ জন, নাটোরে ৯৮৯ জন, জয়পুরহাটে ১ হাজার ২১০ জন, বগুড়ায় ৮ হাজার ৬০৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৬ জন ও পাবনায় ১ হাজার ২৫৬ জন।

ডিসেম্বর ২৪
০৬:১১ ২০২০

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত