স্টাফ রিপোর্টার : সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, অফিস সহকারী, উচ্চমান সহকারী পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তাসহ ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার সুপারিশ করা সত্তেও সারাদেশের অন্যান্য সরকারী দপ্তর ও সংস্থায় কর্মরত বর্ণিত পদগুলো আগের পদবী ও বেতন স্কেলে রাখা হয়েছে।
২২ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারী কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালনকালে বক্তারা কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব বনি আমিন, সদস্য জুলফিকার আলী, আ. রাজ্জাক, মীর মোশাররফ হোসেন, সাবিনা ইয়াসমিন, বুলবুল আহমেদ, আতিক হাসান, রুপেন চন্দ্র ঘোষ, ফারজানা, মুরাদ হোসাইনসহ বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক, হিসাব রক্ষক কাম-ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-মুদ্্রাক্ষরিক, ষাঁট-লিপিকার, অনুষ্ঠান সচিব, নিজস্ব শিল্পীসহ সমপদের কর্মচারীগণ শান্তিপূর্ণভাবে পালন করে। এ সময় রাজশাহী বেতারের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা আরো বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাহিরে সরকারী দপ্তরের প্রধান সহকারী ও উচ্চমান সহকারী সমপদের পদবী ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। ১৯৯৫ সালের প্রজ্ঞাপন দিয়ে তৎকালীন সরকার, শুধু সচিবালয় বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবী সহ ১০ম গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারী দপ্তরগুলোর মধ্যে পদবী ও বেতন বৈষম্য সৃষ্টি হয়। অথচ বাংলাদেশ বেতারের নিয়োগ বিধি (উচ্চমান সহকারী নিয়োগের ক্ষেত্রে) সচিবালয়ের সাথে এক এবং অভিন্ন। অর্থাৎ একই নিয়োগে বিধিতে নিয়োগপ্রাপ্ত সচিবালয়ের উচ্চমান সহকারীগণ এখন প্রশাসনিক কর্মকর্তা আর বাংলাদেশ বেতারের উচ্চমান সহকারীসহ সমপদের অধ্যবধি উচ্চমান সহকারীই রয়ে গেছেন।
অত্র সংগঠনের দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরপর ০৩ বার সুপারিশ করা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছেনা। তারা দেশের মাঠ পর্যায়ের সকল সরকারী দপ্তরের প্রায় ১২ লক্ষ কর্মচারীর পদবী ও বেতন বৈষম্যের অবসান চান।
বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বেতারের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী
ডিসেম্বর ২৪
০৬:০৭
২০২০