রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গভীর রাতে পুকুর থেকে মাছ মারার সময় আব্দুল কুদ্দুস (৪৫) নামে একজনকে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রঞ্জনিয়া সরদার পাড়া গ্রামে। আটক কুদ্দুস একই উপজেলার সিংড়াগাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, সোমবার দিনগত গভীর রাতে আটক কুদ্দুসের নেতৃত্বে বেশ কিছু লোকজন জাল দিয়ে রঞ্জনিয়া গ্রামের নতুন পুকুর নামক পুকুরে মাছ ধরছিল। এসময় লোকজন টের পেয়ে ধাওয়া করে আব্দুল কুদ্দুসকে জালসহ আটক করে। পরে মঙ্গলবার সকালে থানাপুলিশে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় খুবসুরত আলী বাদী হয়ে রাণীনগর থানায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুকুর মালিক দাবিদার রঞ্জনিয়া গ্রামের ছামছুর সরদারের ছেলে খুবসুররত আলী জানান, পুকুরটি আমাদের নামে রেকর্ড ভুক্ত রয়েছে। হঠাৎ করেই কুদ্দুস গংরা পুকুরের মালিকানা দাবি করে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছে। এর পর পুকুর থেকে বেশ কয়েকবার মাছ লুট করে নিয়েছে।
এছাড়া নানা ভাবে আমাদের উপর অত্যাচার করে আসছে। রাতে আবারও মাছ লুট করার সময় কুদ্দুসকে আমরা আটক করেছি।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এঘটনায় খুবসুরত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগরে গভীর রপাতে পুকুরে মাছ চুরির চেষ্টা, জালসহ একজন আটক
ডিসেম্বর ২৪
০৬:০৫
২০২০