স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি অত:পর যুবককে অপহরণ মামলার প্রধান আসামী বকুল হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আসামী বকুল হোসেন এর পিতার নাম সারাব হোসেন। তার বাড়ী বাঘার আলইপুর গ্রামে।
অভিযোগে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে অটো রিকসা চালক জসিমকে (২৪) গত মাসের ১ তারিখ সকালে নাটোর জেলার বাগাতি পাড়া উপজেলার জামনগর এলাকায় ভাড়া মারার কথা বলে ডেকে নিয়ে যাই পাশ্ববর্তী আলাইপুর গ্রামের সারাব প্রাং এর পুত্র বকুল (৪৫)। সেখানে যাওয়ার পর তাকে একটি ঘরে আটক করে জসিমের বাবার নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপুন দাবি করে বকুল। এ সময় টাকা কেথায় দিতে হবে জানতে চাইলে তিনি পাকুড়িয়া ইউপি সদস্য মাদক ব্যবসায়ী রুবেল হোসেন অথবা তার ভাই সনির নিকট জমা দিতে বলেন। অন্যথায় জসিমকে প্রানে মারার হমকি দেয়া হয়।
এদিকে মুক্তিপণ চাওয়া মাত্র জসিমের পিতা মোজাম্মেল হক নিরুপায় হয়ে তাৎক্ষনাত বাঘা থানায় চলে আসে এবং তিনজনকে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে সকল আসামী পলাতক ছিলো। সর্বশেষ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী বকুলকে উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামী বকুলকে আটকের পর সে আপরাধ স্বীকার করায় মঙ্গলবার তাকে ৬৪ ধারায় জবান বন্দি নেয়ার জন্যে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাঘায় যুবক অপহরণ করে মুক্তিপণ, একজন আটক
ডিসেম্বর ২৩
০৫:৩১
২০২০