রংপুর প্রতিনিধি: রংপুর অঞ্চলে হাঁড় কাঁপানো প্রচন্ড শৈত্য প্রবাহে জন জীবন অচল হয়ে পড়ছে। শীত বস্ত্রের অভাবে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবার গুলো শীতের কবল থেকে রক্ষা পেতে খড় কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অনেক নারী ও শিশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় লিমা নামে এক গৃহবধু মারা গেছে। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সেতুলপুর গ্রামে।
হাসপাতালের বার্ন ইউনিটে স্বজনরা জানিয়েছেন, গত রোববার সকালে প্রচন্ড শৈত্য প্রবাহ থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে লিমা নামে এক গৃহবধুর পড়নের কাপড়ে আগুন লাগে মুহুর্তের মধ্যে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। মারাত্মক দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা গেছে।
রমেক বার্ন ইউনিটের প্রধান ডা. এম.এ হামিদ পলাশ জানান, তার শরীরের শ্বস নালীসহ ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ১৫ জন রোগী চিকিৎসাধিন আছে।
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
ডিসেম্বর ২৩
০৫:৩১
২০২০