নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদ।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের আয়োজন করে। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অতিরিক্ত সচিবের চেয়ারম্যান আনওয়ার হোসেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মকবুল হোসেন, উপ-পরিচালক শিক্ষা (মাধ্যমিক) ড. শারমিন, জেলা স্কাউটসের সম্পাদক প্রফেসর আব্দুল মজিদ, জেলা রোভারের সম্পাদক সেকেন্দার আলী, নিয়ামতপুর উপজেলা স্কাউটসের সভাপতি জয়া মারিয়া পেরেরা, হলদে পাখির জেলা সম্পাদক লিলিমা আকতার জাহান বক্তব্য রাখেন।
পরে জিলা স্কুল মাঠে শতাধিক শীতার্ত ও স্কাউটস সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বঙ্গবন্ধুর অনুপ্রেরণার বাতিঘর পরিদর্শন করেন।
নওগাঁয় স্কাউটস ও রোভার স্কাউট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ২৩
০৫:২৬
২০২০