কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নতুন করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ র্যালি বের করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই অঞ্চলের মানুষদের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
কুড়িগ্রামে কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে জেলা আ’লীগের আনন্দ র্যালি
ডিসেম্বর ২৩
০৫:২৪
২০২০