স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল মোহনপুরে কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতমিনিময় করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়, মোহনপুর থানা, উপজেলা ভূমি অফিসসহ ইসলাবাড়ী গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
মোহনপুরে জেলা প্রশাসকের বিশেষ পরিদর্শন, মতবিনিময়
ডিসেম্বর ১১
০৬:৩৩
২০২০