চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৬-৮ ডিসেম্বর উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. গোলাম রাব্বানীসহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা।
চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা
ডিসেম্বর ০৬
০৭:১৭
২০২০