
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লক্ষীপুর মোড়ের অফিসে বাদ মাগরিব রাজশাহী জেলা যুবলীগ এর আয়োজন করে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
আলোচনা সভায় আসাদ বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি’র অসাধারণ নেতৃত্বের কারনে যুবলীগের মত একটি বৃহৎ সংগঠনের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার যোগ্য ও সুদক্ষ মেধা দিয়েও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীনতায় ভূমিকা পালন করে। স্বাধীনতা অর্জনে তার অবদান অতুলনীয়। পরবর্তীতে তিনি দেশ গঠনে কাজ শুরু করেন। আওয়ামী যুবলীগ গঠন করে যুবকদের নিয়ে দেশ গঠনে কাজে হাত দিয়েছিলেন। কিন্তু দেশ বিরোধীরা তাকে বেশি দিন কাজ করতে দেয় নাই। বঙ্গবন্ধুর সাথে একই দিনে তাকে হত্যা করা হয়। তার জন্মদিনে যুবলীগের নেতাকর্মীদের অঙ্গীকার করতে হবে; প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অসমাপ্ত কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। দোয়া পরিচালনা করেন অর্থবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও জেলা আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সবুর।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, তসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন, মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ, সামাউন ইসলাম, সেজানুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিকসহ যুবলীগের নেতৃবৃন্দ।