
স্টাফ রিপোর্টার : রাজশাহীর থিম ওমর প্লাজায় ‘খিদমাহ’ নামের একটি নতুন শো-রুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শো-রুমটির উদ্বোধন করেন থিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সাংসদ ওমর ফারুক চৌধুরী। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী ফিতা কেটে শো-রুমটির উদ্বোধন করেন। সেখানে তিনি কেক ও কাটেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদপত্নী নিগার সুলতানা পারুল, খিদমাহ ফ্রানচাইজির মুখপাত্র তরিকুর রহমান লিলেন, ‘খিদমাহ’র সহ-প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউসুফ মাহমুদ তৌসিফ ও তানভীর-উজ-জামান প্রমুখ।