
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মবার্ষিকী পালন করেছে রাজশাহী মহানগর যুবলীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু। উক্ত সভায় শহীদ শেখ ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, সিরাজুল ইসলাম জাবু, হায়েস উদ্দিন মাসুম, গোলাম ফারুক, জায়েদুর রহমান জনি, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রায়হানুর রহমান রয়েল, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, অর্থ সম্পাদক রাজিব মতিন, প্রকাশনা ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক আরকান বাপ্পি, কর্মসংস্থান এবং জনশক্তি বিষয়ক সম্পাদক মানিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজা, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান রাজীব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবিন খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক একরামুল রহমান বাবু, সহ সম্পাদক মোহাম্মদ রুপক, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ মাহবুব, সদস্য শফিকুল ইসলাম শফিক, আসাদ, শামীম মন্ডল সহ ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কর্মীবৃন্দ।