চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদৌলা, সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শেখ ফজলুল হক মনির রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালিত
ডিসেম্বর ০৫
০৫:২৩
২০২০