স্টাফ রিপোর্টার : রাজশাহীর ২২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রুবেলের মা কামরুন্নাহার এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদের বাবা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন আহমেদ মন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শুক্রবার এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আনোয়ার হোসেন রুবেলের মা কামরুন্নাহারের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা নগরীর টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন নগর আ’লীগ সাধারণ ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু প্রমূখ। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।
যুবলীগ নেতার মা এবং আ’লীগ নেতার মৃত্যুতে নগর আ’লীগের শোক
ডিসেম্বর ০৫
০৫:১৮
২০২০