স্টাফ রিপোর্টার: পবায় ফুসলিয়ে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী। এ ব্যাপারে আরএমপি পবা থানায় মামলা হলে ধর্ষণকারিকে আটক করেছে পুলিশ।
মামলা থেকে জানা যায়, প্রায় ৬ মাস আগে পবা থানা এলাকায় নওহাটা পৌরসভার বাগসারা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০) একই এলাকার বুদ্ধি প্রতিবন্ধী (১৭) নারীকে ধর্ষণ করে। এতে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভে সন্তান বড় হতে থাকায় পরিবারের সদস্যদের চোখে পড়ে। পরিবারের সদস্যরা ওই প্রতিবন্ধীকে জিজ্ঞাসা করলে অভিযুক্ত ব্যক্তির নাম করে। পরপর সোমবার সন্ধ্যায় ভিকটিমের পিতা বাদি হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে পবা থানায় মামলা করেন।
পবা থানা অফিসার্স ইনচার্জ শেখ গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযানে নামে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় কাঁকনহাট ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ওই এলাকার খানপুর থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে ভিকটিমের পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পবায় ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী, ধর্ষক আটক
ডিসেম্বর ০২
০৫:২৪
২০২০