মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় খড়বোঝাই একটি ট্রলি উল্টে মশিউর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার পাড়ইল গ্রামের সাইফুদ্দীনের ছেলে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মশিউর রহমান ও তার দুই সহযোগী নিয়ামতপুর থেকে একটি ট্রলিতে খড়বোঝাই করে রাজশাহীর মোহনপুর বাজারে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে রাজশাহীগামী একটি ট্রাক খড়বোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে খড়বোঝাই ট্রলিটি রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই মশিউর রহমানের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ভোররাতের ঘটনা হওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মান্দায় খড়বোঝাই ট্রলি উল্টে নিহত ১
ডিসেম্বর ০২
০৫:২৪
২০২০