
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা জোনের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আক্তার রেণী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আক্তার রেণী বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এই লক্ষ্যে বিট পুলিশিয়ের মতো উইংগুলো তৈরি করা হয়েছে। এই উইংগুলোতে সাধারণ জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারছে। এর ফলে স্থানীয় ছোটবড় সবধরণের অপরাধ চিহ্নিত করতে ও অপরাধীদের শনাক্ত করতে সহায়ক হচ্ছে। পুলিশের এই ধারা অব্যাহত থাকলে সমাজের প্রতিটি মানুষকে তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সভায় আরএমপির উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিট পুলিশিয়ের বোয়ালিয়া জোনের বিভিন্ন এলাকার সদস্যরা উপস্থিত ছিলেন।