
মান্দা প্রতিনিধি: শপথ নিয়েছেন নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তিনি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার।
এ সময় মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা ও গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়ে যায়। শূন্য এ পদে গত ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক জয়লাভ করেন।