স্টাফ রিপোর্টার, তানোর: তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে সভায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার।
তানোর উপজেলা বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তারা ও ইউনিয়ন চেয়ারম্যানরা। এসময় এমপি সকলের কথা শুনেন। এমপি বলেন, তানোর শান্তিপ্রিয় এলাকা। শান্তিপ্রিয় তানোরকে সবসময় শান্ত রাখতে সকলকে আহবান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তানোর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি ফারুক চৌধুরী
নভেম্বর ২৭
০৫:৫৯
২০২০