স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, গোদাগাড়ী পৌর এলাকার সরমংলা বেলতলা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী জামিলা (৩০), গোদাগাড়ী ইউনিয়নের তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে বাবু শেখ (২১), তানোর উপজেলা মুন্ডুমালা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী সেলানুর (৩৫) । বাবু শেখ সরাসরি ভারত থেকে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
উপজেলার প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, মহিশালবাড়ী থেকে অটোরিকশা যোগে হেরোইন রাজশাহী শহরে ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকায় তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১ কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে। বৃগস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন জব্দ, দুই নারীসহ গ্রেফতার ৩
নভেম্বর ২৭
০৫:৫৬
২০২০