স্টাফ রিপোর্টার: সককিছু ঠিক থাকলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১ম ধাপে আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভা ও পবা উপজেলার কাটাখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার কাটাখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে পবা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী।
সংগঠনের পবা শাখার সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন পবা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ জহুরুল হক রিপন।
উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসান আহমেদ জুয়েল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সদস্য আনসার আলী, আলহাজ্ব হযরত আলী, মাসুদ রানা, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, আজাদ আলী, ফাহিমা বেগম, শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কাটাখালী পৌর মেয়র ও কাটাখালী পৌর আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্বাস আলীকে পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সিদ্ধান্ত গৃহিত হয়। তবে সংগঠনের ধারানুযায়ী অব্বাস আলীসহ তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হবে। অন্যরা হলেন, কাটাখালী পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহবায়ক আলহাজ্ব হযরত আলী ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা। এছাড়াও কাটাখালী পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় পৌর মেয়র ও কাটাখালী পৌর আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্বাস আলীকেই পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সিদ্ধান্ত গৃহিত হয়।
কাটাখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে পবায় আ.লীগের কার্যনির্বাহী পরিষদের সভা
নভেম্বর ২৬
০৫:১০
২০২০