
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক বাওমা ব্রাণ্ডের নকল মশার কয়েল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামের দক্ষিণের রাস্তা থেকে একটি অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছিল নকল কয়েলগুলো। এসময় লক্ষীপুর এলাকার মো. মারুফ নামের একজনকে আটক করা হয়। মারুফ স্থানীয় বাজারে এই নকল কয়েলগুলো বাজারজাত করে আসছিরেন।
চায়নার তৈরি অরিজিনাল ‘বাওমা’ ব্রাণ্ডের মশার কয়েল বাংলাদেশে বাজরজাত করছে মেসার্স রফিক এ্যন্ড কোম্পানি প্রাইভেট লি: নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কম্পানি বিদেশ থেকে অরিজিনাল পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। আর অসাধু কিছু মানুষ তা নকল করে বাজারজাত করছে। এতে করে প্রতিষ্ঠানের পাশাপাশি ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে। কোম্পনির দেয়া তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা পুলিশ অভিযান চালায় বেল নিশ্চিত করেন মোর্শেদ। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত মারুফকে নিয়ে নকল কয়েল কারখানা বা গুদামে অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছিলো গোয়েন্দা পুলিশের একটি দল।