স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় প্রতারণার ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। সোমবার দিবাগত রাতে গ্রামবাসীদের পক্ষ থেকে জরুরীসেবা ৯৯৯ নম্বরে এ ফোন করলে ধর্ষক শাকিব হাসানের বাড়ী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটায় ভিকটিম ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা করেছেন।
অভিযোগে জানা গেছে, পাশের চারঘাট উপজেলার এক কলেজ ছাত্রীর রাজশাহী সরকারি কলেজে পড়ালেখা অবস্থায় পরিচয় হয় বাঘা উপজেলার চক নারায়পুর গ্রামের ভ্যাগল সরকারের ছেলে রাব্বী হাসানের (২৬)। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড় বছর সম্পর্ক রাখার পর রাব্বী ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেস্টা করে। দুইমাস আগে তার বন্ধু শাকিব হাসানের সঙ্গে ওই ছাত্রীকে পরিচয় করে দেয়। শাকিব একই উপজেলার মনিগ্রাম ইউনিয়ন এলাকার তুলশিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও মনিগ্রাম বাজারে অবস্থিত গ্রামীন কৃষি উন্নয়ন কর্মসূচীর পরিচালক।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, রাব্বীর মোবাইল নম্বর পরিবর্তন হওয়ার পর তার বন্ধু শাকিব হাসান ওই কলেজ ছাত্রীর সঙ্গে তার বন্ধুকে যোগাযোগ করে দেওয়ার শর্তে কথা বলতে থাকে। এক পর্যায় ওই ছাত্রীকে তার বন্ধুর বাসায় ডেকে শাকিব বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ভিডিও ধারণ করে তার বন্ধু। পরে ওই ছাত্রীকে বলা হয়, তুমি যদি ঘটনাটি কাওকে জানাও তাহলে ফেসবুক-ইন্টারনেটে এই ভিডিও ভাইরাল করা হবে। এতে দুর্বল হয়ে পড়ে ওই ছাত্রী।
সর্বশেষ সোমবার সকালে ওই কলেজ ছাত্রীকে তার অফিসে ডেকে আনে শাকিব। এরপর বিকেলে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় নাম প্রকাশ না করার সর্তে শাকিবের এক বন্ধু তাকে জানায় শাকিব বিবাহিত। সে প্রতারণা করছে। এ খবর শুনে ওই ছাত্রী দিশেহারা হয়ে পড়ে এবং শাকিবের বাড়িতে গিয়ে চিৎকার করে স্থানীয় লোকজন জড়ো করে। মুহুর্তে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনাটি অবগত করে। পরে বাঘা থানা পুলিশ ওই কলেজ ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, রাব্বী এবং শাকিব ঘনিষ্ট বন্ধু। এর মধ্যে রাব্বীর নামে বাঘা থানায় মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজির মামলা রয়েছে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। তাকে পরীক্ষা-নিরিক্ষার জন্য মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাঘায় প্রতারণার ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নভেম্বর ২৫
০৬:২৩
২০২০