স্টাফ রিপোর্টার, বাগমারা: পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর বাড়ি বড়বিহানলী ইউনিয়নের খালিসপুর গ্রামের মসজিদে এ দোয়া মাহফিলের আয়েজন করা হয়।
দোয়া মাহফিলে ইউনিয়নের আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও এলাকার সুধীমহল উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মাস্টার আব্দুল জলিল, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক আব্দুল মজিদ, জেলা মৎসজীবি লীগের অন্যতম সদস্য শামসুল ইসলাম ও জিল্লুর রহমান।
বাগমারায় প্রতিমন্ত্রী শাহরিয়ার ও জেলা আ’লীগের সম্পাদক দারার রোগমুক্তি কামনায় দোয়া
নভেম্বর ২৫
০৬:১৭
২০২০