স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা পর্যায়ে ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনকে একিভুত করায় প্রধানমন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষক লীগের নেতারা।
জানা গেছে, সরকারি ভাবে ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের নেতাদের রাখতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কৃষক লীগ এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন জেলা কৃষক লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর কৃষকলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কৃষক লীগের
নভেম্বর ২৫
০৬:১৫
২০২০