চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহরে হিসেবে গড়ে তোলাল লক্ষে পৌরসভা কার্যক্রম শুরু করেছে। রাত ৯টা থেকে ১১ টার মধ্যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা ঝাড়ু দিয়ে আবর্জনা অপসারণ করবে। তাই দিনের বেলায় রাস্তায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে পৌরবাসীকে অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার পৌরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার লক্ষে উদ্বুদ্ধকরণ র্যালি কর্মসূচি পালন করে। এ-সময় জানানো হয়, প্রথম পর্যায়ে শান্তি মোড়ের দক্ষিণ ডিভাইডার থেকে পুরাতন বাজার পর্যন্ত সড়কটি ইতোমধ্যে পরিচ্ছন্ন সড়কে রূপান্তরের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বাতেন খাঁ মোড় থেকে সরকারি কলেজ মোড় দিয়ে ফুড অফিস মোড় হয়ে উদয়ন মোড় পর্যন্ত সড়কটি পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে।
এসব এলাকার সকল বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান মালিকসহ সকলকে প্রতিদিনের আবর্জনা সন্ধ্যার পর নির্দিষ্টস্থানে সংরক্ষণ করার জন্য অনুরোধ জানিয়ে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাত ৯টা থেকে ১১ টার মধ্যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা ঝাড়ু দিয়ে আবর্জনা অপসারণ করবে। তাই দিনের বেলায় রাস্তায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।
চাঁ’নবাবগঞ্জ পৌরসভা পরিচ্ছন্ন রাখতে র্যালি
নভেম্বর ২৫
০৬:১৫
২০২০