কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিনতি উপজেলার দলদলিয়া ইউনিয়নের রঞ্জু মিয়ার মেয়ে। ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা।
প্রত্যদক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ছিল শিশু রিনতি। এ সময় উলিপুর থেকে রংপুর যাওয়া এমএন ক্লাসিক (নোয়াখালী-জ-১১০০৪২) নামে মিনিবাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
কুড়িগ্রামে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
নভেম্বর ২৫
০৬:১১
২০২০