Daily Sunshine

রাণীনগরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Share

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির ওই গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে।
বৃদ্ধ মজিবর রহমানের ছেলে ফারুক ফকির বলেন, গত শুক্রবার ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে সন্ধ্যান না পাওয়ায় সোমবার সকালে নাটোরে একজন গনকের কাছে জান তিনি।
এসময় বাড়ী থেকে ফোন দিয়ে জানানো হয় গ্রামের এশটি পুকুরে লাশ ভাসছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ সন্ধ্যায় এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। ফারুক ফকির আরো বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নভেম্বর ২৫
০৬:১১ ২০২০

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত