স্টাফ রিপোর্টার: পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুনসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের পেশ ইমাম গোলাম মাওলার পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পারিলা ইউপি’র চেয়ারম্যান সাইফুল বারী ভুলু।
দোয়া মাহফিলে অংশ নেন, পবা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও মুসল্লীবৃন্দ।
উল্লেখ্য তিনি করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল পৌনে ৪টায় মৃত্যুবরণ করেন। তিনি নওহাটা জুট মিল্স’র মালিক, নওহাটা বাজারে মুনসুর মার্কেটের (সিতু মন্ডলের মার্কেট)সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মুনসুর রহমানের দোয়া মাহফিল
নভেম্বর ২৪
০৫:১৯
২০২০