স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের অংশীজনদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের জিএম মিহির কান্তি গুহ। সভাপতিত্ব করেন পশ্চিম রেলের সিসিএম মোহাম্মদ আহসান উল্যাহ ভূঁঞা।
বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, নারীনেত্রী সেলিনা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলার সদস্য কে.এম জোবায়েদ হোসেন জিতু, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, জেলা লোকোমোর্চার সদস্য জাহিদ হাসান প্রমুখ।
আলোচনা সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য বিস্তর আলোচনা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ধৈর্য সহকারে সকলের কথা শোনেন। পরে তিনি আশ্বস্ত করেন সকল সমস্যা সমাধানে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
পশ্চিম রেলে অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত
নভেম্বর ২৪
০৫:১৯
২০২০