নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় বিতরণের জন্য সরকারী বরাদ্দের চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে পাতান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩২০ কেজি চাল জব্দ করা সহ ঘটনার সাথে জড়িত মজুদদার পাতান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাতান একই ইউনিয়নের টাকাহারা গ্রামের রইসউদ্দিনের ছেলে। একই ঘটনায় জড়িত ব্যাক্তি টাকাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাতান আলীর ভাই ইউনুস আলী পলাতক রয়েছে।
নাচোল উপজেলা নির্বার্হী অফিসার সাবিহা সুলতানা জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় টাকাহারা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৪ বস্তা এসব চাল জব্দ করা হয়। এ সময় গোডাউন মালিক পাতানকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত চালের পরিমান ১ হাজার ৩২০ কেজি। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
নাচোলে দুস্থদের চালসহ এক ব্যক্তি আটক
নভেম্বর ২৪
০৫:১৯
২০২০