Daily Sunshine

নাটোরে বিট পুলিশিং মত বিনিময় সভা

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: জনবান্ধব পুলিশ গড়ে তুলতে নাটোরে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোর পুলিশ লাইন্স ড্রিল হাউজে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন সমবেত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনবান্ধব পুলিশ গড়ে তুলতে জনগনের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তবেই নিজে সম্মান পাবেন। নিজের মধ্যে আত্মোপলব্ধিবোধ তৈরী করতে পারলে মানুষের কল্যাণে কাজ করা সহজ হবে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সভাপতির বক্তব্যে বলেন, পুলিশের মর্যাদা কাজের মধ্যেই লুকিয়ে আছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। জেলার সাতটি থানার কর্মকর্তাদের বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন মত বিনিময় সভার প্রধান অতিথি।

নভেম্বর ২০
০৬:২৮ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

ইউএনডিপিতে চাকরির সুযোগ

ইউএনডিপিতে চাকরির সুযোগ

সানশাইন ডেস্ক: ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে। এসব পদে আবেদনের বিস্তারিত পাওয়া যাবে https://www.bd.undp.org/content/bangladesh/en/home/jobs.html লিংকে। পদগুলো হলো- ১. ন্যাশনাল কনসালট্যান্ট-ন্যাশনাল জিআইএস এক্সপার্ট ২. বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস স্পেশালিস্ট ৩. কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার ৪. প্রোগ্রাম সাপোর্ট ইন্টার্ন, ইউএনডিপি কান্ট্রি অফিস ৫. ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমি কনসালট্যান্ট

বিস্তারিত