Daily Sunshine

চাকরির আশায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সরিফুলরা

Share

স্টাফ রিপোর্টার: ‘নো মাস্ক নো সার্ভিস, মাস্ক ইজ মাস্ট, মাস্ক পড়ুন সেবা নিন -এই স্লোগানে করোনা সংক্রমনের ঝুঁকির দ্বিতীয় ধাপ প্রতিরোধে মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণা চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। প্রচারণামূলক কার্যক্রম হিসেবে শহরে র‌্যালী ও অবস্থান কর্মসূচি, মাস্ক বিতরণ করে চলেছেন প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কোন কোন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হচ্ছে।
গতকাল দুপুরে রাজশাহী কোর্ট চত্বর গেটে মাস্ক না থাকায় এক ব্যক্তিকে ভিতরে প্রবেশে নিষেধ করেন উমেদার সরিফুল ইসলাম রাজ। তার কাছে মাস্ক না থাকায় রাজ তাকে একটি দিয়ে বলেন, এরপর থেকে কোর্টে কোন কাজে আসলে অবশ্যই মাস্ক পরে আসবেন। জানা যায় উমেদার সরিফুল ইসলাম বেশ কয়েক বছর ধরে কোর্টে মেইন গেটে উমেদারের কাজ করছেন। কিন্তু কোন ধরণের মাসিক বেতন নেই। অর্থাৎ এটা কোন সরকারি চাকরি নয়।
সরিফুল ইসলাম রাজ জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই আমরা কয়েকজন কাজ করি। যদি কখনো লোকজন প্রয়োজন তখন হয়তো আমাদের অগ্রাধিকার থাকবে এই আশায় আমরা কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্ট অফিসের সহকারি অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক (নাজির) আবু সালেহ মো. ইয়াসিন বলেন, ওরা কয়েকজন স্ব-ইচ্ছায় কাজ করে থাকে। তিনিও বলেন, সরকার ওইসব কাজের জন্য ৪র্থ শ্রেণির লোকজন নিলে এবং উর্ধ্বতন কর্তা ব্যক্তিরা তাদেরকে যোগ্যতা অনুসারে নিতেও পারেন। মূলত: এই আশায় তারা কাজ করছে।

নভেম্বর ১৯
০৬:৪০ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত