Daily Sunshine

রাজশাহীতে মার্কেন্টাইল ব্যাংক ও নেসকোর মধ্যে চুক্তি স্বাক্ষর

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটিডের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে নেসকোর সভাকক্ষে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নেসকোর সাথে চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের অনলাইন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মাইক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, এমবিএল রেইনবো, ইন্টারনেট ব্যাংকিং (আই ব্যাংকিং) ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ইলেট্রিসিটি বিলসহ বিভিন্ন সেবা সমূহের কার্যক্রম পরিচালিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী জাকিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের নর্থবেঙ্গল রিজিয়ন অফিস বগুড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম জাকির হোসাইন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান রাজশাহীর আব্দুল মতিন, ব্যাংকের এসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট তপন জেমস রোজারিও ও ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার জাহিদুল ইসলাম ও নেসকোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নেসকোর নির্বাহী পরিচালক অর্থ ও প্রশাসন সৈয়দ গোলাম আহমেদ, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, প্রধান প্রকৌশলী সার্ভিসেস এস এম রেজাউল করিম ও তত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন প্রমুখ।

নভেম্বর ১৯
০৬:৩৫ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সানশাইন ডেস্ক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত ৩ এপ্রিলের স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত

বিস্তারিত