Daily Sunshine

করোনা মুক্তির কামনায় দীপাবলি’র প্রদীপ প্রজ্বলন

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটায় প্রথমবারের মত করোনা মুক্তির কামনায় দীপাবলি’র প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয়ে থাকে শ্রী শ্রী কালী বা শ্যামা পূজা। শনিবার দিবাগত রাতে বিনয় জুট ইন্ডাট্রিজের সৌজন্যে পালিত হয় শ্যামা পূজা। রাতে অমাবস্যার আঁধার দূর করতে প্রজ্বলিত হয় প্রদীপ বা দীপাবলি। এবার করোনা মহামারি থেকে মুক্তির কামনায় পারিবারিক পরম্পরায় বিনয় জুট মিলের প্রাঙ্গণে প্রজ্বলিত হয় এই প্রদীপ।
হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।
রাজশাহীর নওহাটায় বিনয় জুট ইন্ডাট্রিজের সৌজন্যে সারারাত শ্যামাপূজা উদযাপিত হয়। এই দীপাবলী উৎসবের উদ্বোধন করেন প্রিন্স সাহা। বিনয় জুট ইন্ডাট্রিজের চেয়ারম্যান প্রিন্স সাহা বলেন, ‘দেশ জাতি ও বিশ্ব থেকে করোনা মুক্তির কামনায় সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর পূজা শুরু হয় সাড়ে ৮টা থেকে।’
তিনি আরও বলেন ‘শনিবার সাড়ে রাত ৯টা থেকে পূজা আরম্ভ হয়। রাত ৩টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং রাত ৪টায় হোম অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। এছাড়াও শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির, বুড়ি মাতা কালী মন্দির, রাধা গোবিন্দ সাহা কালী মন্দির, নওহাটা শিব কালীমাতা শ্মশান মন্দির, বাবুপাড়া শিব কালীমাতা মন্দিরসহ নওহাটা পৌরসভার বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। এদিকে বিনয় জুট ইন্ডাট্রিজের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নভেম্বর ১৬
০৫:২১ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সানশাইন ডেস্ক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত ৩ এপ্রিলের স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত

বিস্তারিত