Daily Sunshine

১৯ ওয়ার্ডে ৬নং মল্লিকা ক্লাষ্টার প্যাকেজ ফুড বাস্কেট প্রদান

Share

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল রোববার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এর সভাপতিত্বে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ৬নং মল্লিকা ক্লাষ্টার মাতৃকালিন গর্ভবতী মহিলাদের বাচ্চা হওয়া পর্যন্ত ২ বৎসর বয়স পর্যন্ত পুষ্টি যুক্ত প্যাকেজ ফুড বাস্কেট এর মধ্যে তৈল, ডিম ও মসুরের ডাল যার মূল্য ৪৫০/- টাকা মোট ৩ ধাপে ৬নং মল্লিকা ক্লাষ্টার ১,১৪,৭৫/- টাকা দেওয়া হবে। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই প্যাকেজ ফুট বাস্কেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, দৈনিক সানশাইন পত্রিকার মহাব্যবস্থাপক নূরুল হক, শিরোইল কলোনী বড় জামে মসজিদ ঈমাম মুফতি মঈনুল ইসলাম, ইউএনডিপি সিও হোসনে আরা বেবি, ও ৬নং মল্লিকা ক্লাষ্টারের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমে ইউএনডিপি প্রকল্পের সিও হোসনে আরা বেবি সকল সদস্যদের সাথে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন এবং ১৯নং ওয়ার্ড সিডিসি বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ২০২০ সালের প্রদানকৃত অনুদানের বর্ণনা করেন আগামীতে ১৯নং ওয়ার্ডে এই প্রকল্প আরো গতিশীল করার জন্য কাউন্সিলের নিকট বাজেট বৃদ্ধির আবেদন করেন। কাউন্সিলর তৌহিদুল হক সুমন তার ওয়ার্ড একটি সুন্দর পরিবেশ তৈরীর জন্য সিডিসির সদস্যদের আগাীতে আরো ও যে সকল সুযোগ সুবিধা দেওয়া যায় তা আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো তিনি সবাইকে করোনা ভাইরাস থেকে গর্ভকালীন মাদের ও শিশুদের রক্ষার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ অনুরোধ করেন।

নভেম্বর ১৬
০৫:১৪ ২০২০

আরও খবর