Daily Sunshine

নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের ইন্তেকাল

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার দুপুর ২টা ৪০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সববেনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, নাচোল থানার ওসি সেলিম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচীব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাধারন সম্পাদক আব্দু রহমান মানিক।

নভেম্বর ১৫
০৬:১৬ ২০২০

আরও খবর