সর্বশেষ সংবাদ :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পতাকা মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার সূচনা হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে পতাকা মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার পয়লা ডিসেম্বর সংগঠনের রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে রাজশাহীর লক্ষীপুর মোড়ে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোসনা আরা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও নির্মূল কমিটির সদস্য কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, মহানগর নির্মূল কমিটির দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, মহানগর নির্মূল কমিটির সদস্য এপিপি শামিম আক্তার হৃদয়,রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই সরকার, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা , নারী ইউনিয়ট এর সাধারণ সম্পাদক সাইমা খাতুন বিথী , যুব ইউনিট এর সভাপতির মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান বলেন- মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ-দুর্নীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাদদিহিতা নিশ্চিত করার দাবি জানান।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ | সময়: ৫:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ